তালায় মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষক আটক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় মাদ্রাসার ছাত্রকে (১২) বলাৎকার চেষ্টার অভিযোগে সোহেল রানা নামে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে সাতক্ষীরার তালা উপজেলা সদর ইউনিয়নের রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসা থেকে ওই শিক্ষককে আটক করা হয়।
আটককৃত শিক্ষক সোহেল রানা তালা উপজেলার খেশরা ইউনিয়নের মুড়াগাছা গ্রামের বাসিন্দা। রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসার সহকারী শিক্ষকের দায়িত্বে রয়েছেন তিনি।
ভুক্তভোগীর স্বজন ও স্থানীয়রা জানায়, আবাসিক ও অনাবসিক দুই ব্যবস্থাতেই পাঠদান করা হয় রহিমাবাদ দারুল উলুম মাদ্রাসায়। ভুক্তভোগী ওই ছাত্র মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। বেশ কয়েকবার ছুটিতে বাড়িতে আসলে আর মাদ্রাসায় যেতে চাইতো না ওই ছাত্র।
সোমবার সকালে বাড়ি থেকে মাদ্রাসায় যাওয়ার জন্য চাপ দিলেও মাদ্রাসায় না গিয়ে কান্নাকাটি করতে থাকে পরে মা-বাবার কাছে বলাৎকারের ঘটনা খুলে বলে ভুক্তভোগী ছাত্র।
উক্ত ঘটনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফুঁসে ওঠে। পরে অভিযুক্ত শিক্ষককে মাদ্রাসায় আটকে রাখেন স্থানীয়রা। পরিস্থিতির অবনতির আশংকায় পুলিশ এসে পরিস্থিতি শান্ত করে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।
ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, আমার ছেলের বিষয় নিয়ে মাদ্রাসার সভাপতির কাছে অভিযোগ দিতে এসে জানতে পারলাম আরো দুই জন ছাত্রদের সাথে একই ঘটনা ঘটিয়েছে এই শিক্ষক। ভুক্তভোগী ছাত্ররা সোমবার সকালে মাদ্রাসা পড়বে না বলে বাড়িতে চলে গেছে।
মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি সরদার আবুল কাশেম বলেন, প্রায় এক বছর এখানে শিক্ষকতা করছে শিক্ষক সোহেল রানা। অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। এ সময় ঐ শিক্ষকের শাস্তির দাবি করেন তিনি।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মমিনুল ইসলাম পিপিএম জানান, অভিযুক্ত শিক্ষককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।