রাজনীতিশিক্ষাঙ্গনসদরসাতক্ষীরা জেলা

আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকীতে সাতক্ষীরা সরকারি কলেজে ছাত্রদলের মৌন মিছিল

স্টাফ রিপোর্টার: বুয়েট ছাত্র আবরার ফাহাদের ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিরাপদ ও মুক্তবৃদ্ধি চর্চার গণতান্ত্রিক ক্যাম্পাসের দাবিতে মৌন মিছিল করেছে সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদল।

সোমবার (৭ অক্টোবর) সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক শিহাবুজ্জামান ও যুগ্ম আহবায়ক মাসুদুল আলম (শেখ মাসুদ) এর নেতৃত্বে মৌন মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহর ছাত্রদল এর সদস্য সচিব মো: শাহিন ইসলাম।

মিছিল শেষে আবরার ফাহাদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, ২০১৯ সালের ৭ অক্টোবর বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদকে ছাত্রলীগের নেতাকর্মীরা কক্ষে ডেকে নিয়ে নির্মমভাবে হত্যা করে। আবরারের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশের প্রতি তার আত্মত্যাগ এবং জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এ কর্মসূচি পালিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *