পাইকগাছায় চলাচলের পথে’র বিরোধে প্রতিপক্ষের মারপিটে নুরুল-মুক্তা দম্পতি আহত
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় প্রতিপক্ষ ভাই-ভাইপোদের মারপিটে নূরুল-মুক্তা দম্পতি আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাড়ুলী’র এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
আহত দম্পত্তির অভিযোগ, যাতায়াত পথ ও গাছকাটা নিয়ে বিরোধের জেরে এ মারপিটের ঘটনা ঘটে।
জানা গেছে, রাড়ুলীতে পারিবারিক যাতায়াত নিয়ে মৃতঃ অছের আলী গাজীর ছেলে নূরুল ইসলাম ও মতিয়ার রহমান গাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ইতোপূর্বে এ নিয়ে নূরুল ইসলাম বাদী হয়ে প্রতিপক্ষ ভাই-ভাইপোসহ অনেকের বিরুদ্ধে মারধর,ভাংচুর ও ক্ষয়- ক্ষতির আশঙ্কায় জীবনের নিরাপত্তা চেয়ে গত ১২-৯-২৪ তারিখে থানায় জিডি করেন,যার নং-৫৯০।
নুরুল ইসলাম ও মুক্তা খাতুন দম্পতির অভিযোগ জিডির প্রেক্ষিতে থানায় বসাবসির পর প্রতিপক্ষরা আরো ক্ষিপ্ত হয়ে উঠে হুমকি অব্যাহত রাখে।
সর্বশেষ রবিবার সকালে পথ নিয়ে তর্ক-বিতর্ক ও কয়েক রকমের মূল্যবান গাছ কথাটা বাঁধা দিলে ভাই মতিয়ার, আতিয়ার, নোনদ, গজালিয়ার আশরাফুল, বাতিখালীর শাহিন লাঠিসোঁটা নিয়ে মারপিট করে জখম করে।
অসহায় পরিবারটি সুবিচার পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।