সফল ভাবে দুর্গাপূজা উদযাপনে সহযোগিতার আশ্বাস শ্যামনগর উপজেলা বিএনপির
সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরে সফল ভাবে শঙ্কামুক্ত ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন শ্যামনগর উপজেলা বিএনপি।
রবিবার (৬ অক্টোবর) বিকেলে উপজেলার নকিপুর সরকারি এইচএসসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে উপজেলা পূজা উদযাপন পরিষদ ও সনাতনী সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা এ কথা বলেন।
মতবিনিময় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান সারা দেশে সব সনাতনীদের পাশে থাকার জন্য বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দিয়ছেন উল্লেখ করে বিএনপি নেতৃবৃন্দরা বলেন, বিএনপি সব ধর্মের মানুষের নিরাপত্তা এবং তাদের অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবার দেশ। বিএনপি কোনোদিন ধর্মের ভিত্তিতে বা বিভাজনের রাজনীতি করে না। বিএনপি সব ধর্মের, সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতে কাজ করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, দেশনায়ক তারেক রহমান দেশের মানুষের কথা চিন্তা করেন, সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিতে কাজ করছেন। তাই উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সনাতনী ভাইবোনদের সাথে থেকে দুর্গাপূজাকে আরও বেশি প্রাণবন্ত করার জন্য সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।
এসময় শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- অধ্যাপক আবু সাঈদ, কেন্দ্রীয় মহিলা দলের সদস্য সাবেক শ্যামনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান পারভীন ঝর্ণা, শ্যামনগর উপজেলা বিএনপির সহ-সভাপতি পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদুল ইসলাম আমজাদ, ও শ্যামনগর উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি কৃষ্ণনন্দ মুখার্জি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিরণ চ্যাটার্জি, পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিমল মন্ডল, উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু প্রমূখ।
এছাড়াও এ সময় শ্যামনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে শ্যামনগর উপজেলার ৬৬টি পূজা মন্ডপে সফলভাবে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপনের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে প্রতিটি মন্দির কমিটির নিকট ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।