কলারোয়ায় দিনব্যাপী বার্ষিক সিরাতুন্নবী (সা:) মাহফিল অনুষ্ঠিত
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় বার্ষিক সিরাতুন্নবী সা: মাহফিল-২৪ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার আয়োজনে রবিবার(৬ অক্টোবর) দিনব্যাপি কলারোয়া সরকারি হাইস্কুল ফুটবল মাঠে মাহফিলটি অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথি ছিলেন তালা- কলারোয়া গণমানুষের নেতা অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন খুলনা অঞ্চলের উপদেষ্টা মুহাদ্দিস আব্দুল খালেক, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস রবিউল বাশার, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল বারী, সাবেক ইসলামী ব্যাংক কর্মকর্তা-ঢাকা মো: আব্দুর রহমান সাহেব, সাতক্ষীরা সিটি কলেজের অবসরপ্রাপ্ত উপধ্যাক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, কলারোয়া আলিয়া মাদ্রাসার অবসরপ্রাপ্ত প্রভাষক হযরত মাওলানা ওমর আলী।
একই মঞ্চে পরে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কোরআনের পাখি আলাম্মা দেলোয়ার হুসাইন সাঈদীর সুযোগ্য পুত্র আলহাজ্ব শামীম সাঈদী।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ঠ আইনজীবি এড. গাজী এনামুল হক ও মাওলানা আবুল কালাম আজাদ আজহারী।
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কলারোয়া উপজেলা শাখার সভাপতি হযরত মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হযরত মাওলানা ওসমান গনি, মাওলানা ইমাম হোসেন আনসারী, মাওলানা আহমাদ আলী, অধ্যক্ষ আব্দুল হাই প্রমুখ। মাহফিলটি যৌথভাবে পরিচালনা করেন হযরত মাওলানা শহিদুল ইসলাম ও মাওলানা আসাদুজ্জামা ফারুকী।
মহাফিলে উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের হাজার হাজার মুসুল্লীগণ। একই মঞ্চে সকাল ১০ টায় মহিলাদের মাহফিল অনুষ্ঠিত হয়েছে বলে জানা যায়। এই অনুষ্ঠানে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষনীয়।