পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত
মোঃ খোরশেদ আলম, পাইকগাছা প্রতিনিধি: “জন্ম-মৃত্যু নিবন্ধন আনবে দেশে সুশাসন” প্রতিপাদ্যকে সামনে রেখে পাইকগাছায় জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ও আইসিটি কর্মকর্তা মৃদুল কান্তি দাশ এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন , সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ইউআরসি ইন্সট্যাক্টর ঈমান উদ্দিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, প্যানেল চেয়ারম্যান শংকর বিশ্বাস, শেখ খোরশেদুজ্জামান, মোঃ বাবলু সরদার, মোঃ জাহাঙ্গীর আলম সানা, পীযূষ কান্তি মন্ডল, আব্দুল্লাহ আল মামুন,ইউপি সচিব বিজয় কুমার পাল, রমজান সরদার, পরিমল বৈরাগী, শাহনাজ পারভীন, মোঃ বেল্লাল সানা, কৈলাস দেবনাথ, মিঠুন চক্রবর্তী, সঞ্জীব ঘোষ, আরিফ বিল্লাহ, বেলাল হুসাইন, ফারুখ হোসেন, মোঃ জাবেদ ইকবাল, আঃ.গণি, বিথীকা দাশ প্রমুখ।