সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তপক্ষ, সাতক্ষীরার আয়োজনে রবিবার (৬ অক্টোবর) বেলা ৩টায় বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সচেতনতামূলক কর্মশালায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আশরাফুর রহমান।
শিক্ষা প্রতিষ্ঠানে ও পার্শ্ববর্তী দোকানে শিশুদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত ও পরিবারে নিরাপদ খাদ্যের বার্তা পৌছে দিতে শিক্ষক ও শিক্ষার্থীরা উদ্যোগী হবেন। বাচ্চাদের টিফিনসহ পানির পাত্র যেন নিরাপদ হয় এবং প্রাত্যাহিক জীবনে নিরাপদ খাদ্যের চর্চা নিশ্চিত করতে পারলেই স্মার্ট বাংলাদেশে স্মার্ট প্রজন্ম তৈরি হবে।
উক্ত কর্মশালায় মূল প্রবন্ধ পাওয়ার পয়েন্ট ও ভিডিও ডকুমেন্ট মাধ্যমে উপস্থাপন করেন জেলা নিরাপদ অফিসার দিপংকর দত্ত।
অনুষ্ঠানে তথ্যবহুল আলোচনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক মো: নাজমুল হাসান।
এসময়ে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রকাশিত পারিবারে নিরাপদ খাদ্য নির্দেশিকা গাইড লাইন, ব্রুসিয়ার, লিফলেট ও শিক্ষা উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।
সচেতনতামূলক সেমিনারটি সঞ্চালনা করেন জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা।