সাতক্ষীরায় যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৩ চাঁদাবাজ আটক
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার কাটিয়া সরকারপাড়ায় চাঁদাবাজি করার অভিযোগে অস্ত্রসহ তিনজনকে আটক করেছে যৌথবাহিনী।
শনিবার (০৫ অক্টোবর) দিনগত রাত সাড়ে আটটার দিকে তাদেরকে আটক করা হয়েছে। এসময় তাদের নিকট থেকে একটি ওয়ান শ্যুটার গান ও আদায়কৃত চাঁদার টাকা উদ্ধার করেছে। এই ঘটনায় সদর থানায় মামলা হয়েছে।
আটককৃতরা হলেন, সাতক্ষীরা শহরের রাজারবাগান উত্তরপাড়া এলাকার আব্দুল হাকিম শেখের ছেলে রেজাউল ইসলাম খোকন (৪৫), মৃত কাসেম উদ্দীনের ছেলে মোম্মাহাদ আলী(৪০) ও মৃত খাইরুল ইসলাম সরদারের ছেলে সাইফুল ইসলাম ওরফে ক্রস সাইফুল (৪৬)।
এ বিষয়ে ভুক্তভোগী কাটিয়া সরকারপাড়া এলাকার ভাড়াটে বাসিন্দা আব্দুল অহিদ সরদার জানান, আটক হওয়া ব্যক্তিরা আমার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে চাঁদা দিতে অস্বীকার করায় তারা আমাকে ধরে সাইফুলের দোকানে নিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। এসময় তারা আমার মাথায় পিস্তল ঠেকিয়ে বাকী টাকা অনতিবিলম্বে না দিলে হত্যার হুমকি দেয়। উপায়ন্তর না পেয়ে আমি সেনাবাহিনীর কাছে অভিযোগ করি।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ও মামলা সূত্রে জানা যায়, শ্যামনগর উপজেলার কাশিমাড়ী গ্রামের আব্দুল ওয়াহিদ সরদার শহরের কাটিয়ায় শেখ মোমিন উদ্দিনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। তার নিকট সাতীরা পৌর সভার উত্তর রাজারবাগান এলাকার বাসিন্দা মৃত আব্দুল হাকিমের ছেলে রেজাউল ইসলাম খোকন, মৃত কাশেম উদ্দিনের ছেলে মোহাম্মদ আলী ও খায়রুল ইসলামের ছেলে তাদের অপর সহযোগী সাইফুল ইসলাম গত কয়েকদিন ধরে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। শনিবার (৫ অক্টোবর) ওয়াহিদ সরদারকে পিস্তল ঠেকিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যায়। এসময় তার কাছ থেকে বাসাবাড়ির চাবি এবং কাছে থাকা দুই হাজার টাকা ছিনিয়ে নেয়। আর বাকি টাকা সন্ধ্যার মধ্যে দেওয়ার জন্য তাকে হুমকি দেয়।
ওয়াহিদ সরদার নিরুপায় হয়ে সাতক্ষীরা সেনা ক্যাম্পে অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই তিন চাঁদাবাজকে আটক করে। এসময় তাদের নিকট থেকে পিস্তল ও চাঁদা আদায়ের দুইহাজার টাকাসহ নগদ ৩ হাজার ৮৯০ টাকা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ভুক্তভুগী মো. আব্দুল অহিদ সরদার বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।