বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী
স্টাফ রিপোর্টার: বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
৫ অক্টোবর (শনিবার) বেলা ১১টায় ‘প্রতিটি শিশুর অধিকার, রক্ষা আমাদের অঙ্গীকার’ এ প্রতিপাদ্য সামনে রেখে বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত শিশুদের এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায়, পুরস্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স-এনসিটিএফ সাতক্ষীরা জেলা কমিটির এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিটিএফ সহ-সভাপতি মোঃ সামিউর রহমান।
অতিথি ছিলেন জেলা শিশু একাডেমির লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, এনসিটিএফ জেলা ভলেন্টিয়ার সামস্ ফাতাহ তুহিন ও ইয়ুথ মেন্টার হৃদয় মন্ডল।
এসময় উপস্থিত ছিলেন এনসিটিএফ সাংগঠনিক সম্পাদক নিরব হোসেন, শিশু সাংবাদিক মুশফিকুর রহমান, শিশু সংসদ সদস্য ফোজিয়া তাসনীম নিশাত, আব্দুর রহমান নিরব, নির্বাহী সদস্য ইব্রাহিম, মুসফিক, জিএম তানজিম রিয়াদ ও স্বাধীন।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন এনসিটিএফ জেলা কমিটির সাধারণ সম্পাদক গাজী তৌফিক হোসাইন উৎস।