পাইকগাছায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
খোরশেদ আলম,পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছায় শান্তিপুর্ন ভাবে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লস্করের খড়িয়া বীণাপানি স্কুল মাঠে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপি’র মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে ইউনিয়নের বিভিন্ন দুর্গা মন্দির কমিটির সভাপতি -সম্পাদক সহ কমিটি সংশ্লিষ্টদের উপস্থিতিতে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি ডাঃ আব্দুল মজিদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ভারঃ সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন। বীণাপানি মন্দির কমিটির সভাপতি গোপাল মন্ডলের সভাপতিত্বে ও লস্কর ইউনিয়ন বিএনপি নেতা নজরুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকার।
স্থানীয় ও উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে আরোও বক্তব্য রাখেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল, পাইকগাছা থানা কৃষকদলের সভাপতি মোঃ মেছের আলি সানা আসাদুজ্জামান খোকন, মফিজুল ইসলাম টাকু,রায়হান পারভেজ টিপু, মোস্তাকিন গাজী,নজরুল ইসলাম গাজী, শহিদুর রহমান,সায়েদ আলী,আঃ সালাম, আলম জমাদ্দার,জাহিদ হাসান,আনারুর ইসলাম, রফিকুল ইসলাম, সাগর, কাদের, বাদসা, শিমুল সাংবাদিক মোঃ খোরশেদ আলম, মন্দির কমিটির সভাপতি ও সম্পাদক সহ অসংখ্য সনাতন ধর্মের অনুসারীরা।