তালাশিক্ষাঙ্গনসাতক্ষীরা জেলা

তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

বিশেষ প্রতিনিধি, তালা: “শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় একটি নতুন সামাজিক অঙ্গীকার” এই প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরার তালায় বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার (০৫ অক্টোবর) সকালে তালা-উপশহরে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শেখ মোঃ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য রাখেন তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ। প্রভাষক গাজী আছাদুজ্জামানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দীন জোয়ার্দ্দার, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, শালিখা কলেজের অধ্যক্ষ বিধান চন্দ্র সাধু, সুভাষিনী কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম সেলিম, অধ্যক্ষ এম এম আসাদুজ্জামান, অধ্যক্ষ মোঃ আব্দুল কুদ্দুস, সহকারী শিক্ষা অফিসার অসীম কুমার সরকার, শহীদ আলী আহম্মেদ সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কামনা কর্মকার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি জগদীশ হালদার, মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মাওঃ শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সূর্য্য পাল, উপজেলা স্কাউটস এর সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, তালা বাজার মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মিজানুর রহমান, তালা থানার এসআই মোঃ শাহিন, শিক্ষার্থীদের মধ্যে সুবর্ণা ফিরোজ ঐশী ও আফসানা আলম মৌ প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ এর পুরষ্কার বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *