সাতক্ষীরা সদরের ব্রহ্মরাজপুরে বাজারের নিউ দে জুয়েলার্সে দুর্ধর্ষ চুরি সংঘটিত
মেহেদী হাসান শিমুল: সাতক্ষীরার সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে নিউ দে জুয়েলার্স দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
ঘটনাস্থল পরিদর্শন করে জানা যায় ৫ অক্টোবর দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা ব্রহ্মরাজপুর বাজারের মৃত চন্ডী দের ছেলে কার্তিক চন্দ্র দের নিউ দে জুয়েলার্স ও সু মঙ্গল দেবনাথের সাইকেল মেকানিকের দোকানের টিনের চাল কেটে চুরি সংঘটিত হয়।
নিউ দে জুয়েলার্সের লকার ভেঙে ৩ ভরি সোনা, ৫ ভরি রুপা অলঙ্কার ও ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। এবং একই সাথে পাশের দোকান সু মঙ্গলের দোকান থেকে ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন ও ব্রহ্মরাজপুর বনিক সমিতির আহ্বায়ক কমিটি সদস্য প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাহাদাত হোসেন বাবু, মুস্তাক আহমেদ , সুবীর সাহা,ঘটনাস্থান পরিদর্শন করেন ।
এই রিপোর্ট লেখা পর্যন্ত ভুক্তভোগীরা থানায় অভিযোগ দাখিল করিনি। প্রতিনিয়ত এমন ধরনের চুরির ঘটনা ধুলিহর ,ব্রহ্মরাজপুরে ঘটছে স্থানীয় এলাকাবাসী চুরির ঘটনায় প্রতিহত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন।