সাতক্ষীরা পুলিশ লাইন্স ইনডোর গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলার উদ্বোধন
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পুলিশ লাইন্স ইনডোর গ্রাউন্ডে ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (০৩ অক্টোবর) সাতক্ষীরা পুলিশ লাইন্সে এ ব্যাডমিন্টন খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উক্ত ব্যাডমিন্টন খেলার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম।
উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন জেৃলা প্রশাসক মো. মোস্তাক আহমেদ। অনুষ্ঠানস্থলে জেলা প্রশাসক এসে পৌঁছালে পুলিশ সুপার তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ আমিনুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) সহ জেলা পুলিশ, সাতক্ষীরা ও জেলা প্রশাসন,সাতক্ষীরার বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।