সাতক্ষীরায় ডিবি পুলিশের অভিযানে ১১২ বোতল ফেন্সিডিল সহ আটক-০২
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিল সহ ২ যুবক কে আটক করেছে।
আটককৃত যুবকদের নাম অজিহার ও সাইফুল্লাহ কারিগর। তাদের দুই জনের বাড়ি কালিগজ্ঞের জাফরপুর গ্রামে।
ডিবি পুলিশ জানায়, সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলামের নির্দেশনা মোতাবেক ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে ডিবির এসআই পিন্টু লাল, এসআই আহমেদ কবির, এসআই মিঠুন মজুমদার, এএসআই তৌহিদুজ্জামান ও সঙ্গীয় ফোর্স বৃহস্পতিবার ভোর রাতে ভোমরা ইউনিয়নের গাঙনী ব্রীজের পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১২ বোতল ফেন্সিডিল সহ ঐ দুই যুবককে আটক করে ডিবি পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির ওসি তারেক ফয়সাল ইবনে আজিজ জানান আটককৃতদের নামে ডিবি পুলিশ বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা রুজু করেছে। ওসি ডিবি আরো জানান,আটককৃত দের বিঞ্জ আদালতে সোপর্দ করা হবে।