দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে শ্যামনগরে ছাত্রশিবিরের বিক্ষোভ
সুলতান শাহাজান, শ্যামনগর: দলীয় কর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্যামনগর উপজেলা ছাত্রশিবির।
শুক্রবার (৪ অক্টোবর) সকালে শ্যামনগর উপজেলা চত্বর ঘুরে বাসস্ট্যান্ডে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয় মিছিলটি।
সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রশিবিরের সভাপতি ইমামুল ইসলাম, জেলা সাহিত্য সম্পাদক নাহিদ হাসান, শ্যামনগর পৌরসভা শাখার সভাপতি আমিনুর রহমান, সেক্রেটারি আব্দুল্লাহ আল সিয়াম, শ্যামনগর পশ্চিম শাখার সভাপতি আব্দুস সামাদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাসুম বিল্লাহ, শরিফুল ইসলাম প্রমুখ।
বক্তারা শ্যামনগর উপজেলা ছাত্র শিবিরের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করলে আইনী পদক্ষেপ গ্রহণের হুশিয়ারি উচ্চারণ করেন।
পরবর্তীতে শ্যামনগর উপজেলা ছাত্রশিবিরের পক্ষ থেকে হামলার প্রতিবাদে শ্যামনগর প্রেসক্লাবের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (৩ অক্টোবর) গুমানতলী মাদ্রাসায় ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতাকর্মীরা সাংগঠনিক দাওয়াতের কাজ করছিল। এসময় স্থানীয় গ্রামবাসী তাদের ওপর হামলা করে। এতে কয়েকজন আহত হয়।
পরে শিবিরের কর্মীরা আওয়ামী লীগের সাবেক এমপি এসএম আতাউল হক দোলনের বাড়িতে হামলা ও ভাঙচুর করে।