রাজনীতিশ্যামনগর

শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতির সাথে ইউনিয়ন নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন নুরনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শুক্রবার (৪ অক্টোবর) বেলা ১১টার দিকে শ্যামনগর উপজেলা আইনজীবি সমিতির কার্যালয়ে তারা ঐ শুভেচ্ছা বিনিময় সভায় মিলিত হয়। এসময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু, সাতক্ষীরা জেলা তাতীদলেল সাবেক সহ-সভাপতি জিএম আবু ইউসুফ, উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক হাফিস আল আসাদ কল্লোল, উপজেলা মৎস্যজীবিদলের সাবেক নেতা মঈনুদ্দীন লাভলু, শ্যামনগর সদর ইউনিয়ন বিএনপি নেতা আশিকুল হাসান, নুরনগর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি ইউপি সদস্য মোবারক হোসেন মন্টু, সাবেক যুবদল সভাপতি গোলাম শাহনেয়াজ রাজু, সাবেক যুবদল সাধারণ সম্পাদক মোর্শেদ আলম, শেক সালাউদ্দীন, যুবদলের আহবায়ক গোলাম মাহমুদ রাজু, সোহেল রেজা, আলমগীর হোসেন প্রমুখ।

শুভেচ্ছা বিনিময় সভায় নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে দলকে এগিয়ে নেয়ার ব্যাপারে আলোচনা করেন। এছাড়া দেশনায়ক তারেক রহমানের নির্দেশনা মেনে দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের আস্থা অর্জনে তৎপর হওয়ার বিষয়ে একমত পোষন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *