কলারোয়া তে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় বৃহস্পতিবার সকাল এগারটায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫১ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবদীন এর সভাপতিত্বে এবং সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হারুন অর রশিদের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ জহুরুল ইসলাম।
সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন এবং সহকারী শিক্ষক ও ক্রীড়া শিক্ষকগন উপস্থিত ছিলেন।
আরো বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপারভাইজার তাপস কুমার দাস, প্রধান শিক্ষক মোঃ রুহুল আমিন, সুপার মোঃ ওসমান গনি,মোঃ মুজিবর রহমান শিক্ষকদের পক্ষ থেকে সিরাজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মাহফুজা খানম, ও শেখ শাহাজাহান আলী শাহিন।
সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহন করা হয় যে, আগামী ৮ ই অক্টোবর এই প্রতিযোগীতা কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হবে। পরে ক্রীড়া পরিচালনা কমিটি, অডিট কমিটি, ক্রয় কমিটি গঠন করা হয়।