কলারোয়াধর্ম

দুর্গোৎসবে সহযোগিতা করতে বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা সাবেক এমপি হাবিবের

এস এম ফারুক হোসেন, কলারোয়া: কলারোয়ায় আসন্ন দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বী ও পূজা মন্দিরের সার্বিক সহযোগিতা করার জন্য বিএনপি নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন দলটির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক, সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।

বুধবার (২ অক্টোবর) দুপুরে কলারোয়া পৌর অডিটোরিয়ামে আয়োজিত এক সভায় এ নির্দেশনা দেন তিনি।

সভায় উপজেলা, পৌরসভা ও ১২টি ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবেক এমপি হাবিব বলেন, ‘বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি পূজা মন্ডপে দুর্গোৎসব নির্বিঘ্ন রাখতে সম্মিলিতভাবে সহযোগিতা করতে হবে। বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যদি কেউ কোন অপ্রীতিকর কোন ঘটনার অপচেষ্টা করে তবে সে যে পর্যায়ের নেতা হোক না কেন তাকে বহিষ্কার ও তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

প্রতিটি পূজা মন্ডপে সহযোগিতা করার জন্য কমপক্ষে পাঁচ সদস্য বিশিষ্ট একটি টিম গঠনের জন্য স্থানীয় বিএনপি নেতৃবৃন্দের প্রতি নির্দেশনা দেন তিনি।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি’র কয়েকজন নেতৃবৃন্দের নেতৃত্বে একটি তদারকি কমিটি গঠন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *