কালিগঞ্জের ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আর নেই
মাসুদ পারভেজ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ (৬০) পরলোক গমন করেছেন।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোর ৫ টার সময় মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামে নিজে বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন পাকস্থলী ক্যান্সারে আক্রান্ত ছিলেন। গত আগস্ট মাসে ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ থেকে অবসর গ্রহণ করেন।
পারিবারিক সূত্রে তার ছেলে দেবপ্রিয় ঘোষ জানান, বাবাকে চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ১৫ থেকে ২০ লক্ষ টাকার মত চিকিৎসা ব্যয় করেও তাকে সুস্থ করে তুলতে পারেনি। জয়দেব কুমার ঘোষ পাঁচ ভাইয়ের মধ্যে সকলের ছোট ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী এক মেয়ে ও এক ছেলে আত্মীয়-স্বজন গুনোগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে পরিবারের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ধুলিয়াপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রাহানুস বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জয়দেব কুমার মৃত্যুর সংবাদ পাওয়ার পর আজ বিদ্যালয়ে তার আত্মার শান্তি কামনায় সমাবেশ করে শিক্ষার্থীদের একদিনের জন্য বিদ্যালয় ছুটি ঘোষণা করেন এবং বিদ্যালয়ের সকল শিক্ষক ও ছাত্রছাত্রীরা নিহত প্রধান শিক্ষকের বাড়িতে গিয়ে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। প্রধান শিক্ষক জয়দেব কুমার ঘোষ এর মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে সমবেদনা জানাতে উপস্থিত হন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও বড় সিমলা কারবালার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমান, কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ বাছাড় সহ অন্যান্য শিক্ষকবৃন্দ শ্রীখলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আনন্দ কুমার দেসহ বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক স্কুলের প্রাক্তন, শিক্ষার্থী জন প্রতিনিধি, গ্রামবাসী সহকর্মীরা এক নজর দেখতে তার বাড়িতে যান গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন। আজ বৃহস্পতিবার বেলা বারোটায় তার সৎ কার্য সম্পন্ন করা হবে।