সাতক্ষীরা জেলাসাহিত্য

শেখ সিদ্দিকুর রহমান রচিত “সাতক্ষীরা : জীবন ও ঐতিহ্য” গ্রন্থের মোড়ক উন্মোচন

স্টাফ রিপোর্টার: শেখ সিদ্দিকুর রহমান রচিত “সাতক্ষীরা : জীবন ও ঐতিহ্য” গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

শেখ সিদ্দিকুর রহমান রচিত প্রথম গ্রন্থ “সাতক্ষীরা : জীবন ও ঐতিহ্য” গ্রন্থের মোড়ক উন্মোচন উপলক্ষে ০২ আক্টোবর বুধবার সন্ধা ৬.১৫ মিনিটে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির হলরুমে মোড়ক উন্মোচন ও আলোচনা সভার আয়োজন করা হয়।

সাতক্ষীরা সিটি কলেজের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকারের সভাপতিত্বে মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন ভাষা গবেষক কাজী মুহম্মদ অলিউল্লাহ, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, বিশিষ্ট লেখক ও গবেষক ড. মিজানুর রহমান, কবি, লেখক কিশোরী মোহন সরকার, কবি, লেখক অধ্যাপক শুভ্র আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন উদীচী সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ওদৈনিক সাতক্ষীরার সকালের সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান।

শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক ডাক্তার মহিদার রহমান, বিশিষ্ট কবি ও গীতিকার মোকাম আলী খান, কণ্ঠশিল্পী আবু আফফান রোজবাবু, কণ্ঠশিল্পী চৈতালী মূখার্জী, কবি স ম তুহিন, উদীচী সাতক্ষীরার সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক লেখক শেখ মোশফিকুর রহমান মিল্টন, কণ্ঠশিল্পী শহিদুল ইসলাম, কবি মনিরুজ্জামান মন্ময় মনির, কবি দিলরুবা রোজ, সাকিবুর রহমান বাবলা সহ বিভিন্ন এলাকা থেকে আগত সাহিত্য প্রেমী। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কবি তামান্না জাবরিন।

শেখ সিদ্দিকুর রহমান ০৮ জুন ১৯৫৮, মঙ্গলবার, সাতক্ষীরা সদরের জোড়দিয়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তার পিতা: শেখ শওকত আলি, মাতা: জোহরা খাতুন। স্ত্রী: শাহিনা রহমান, পুত্র: শেখ সাজেদুর রহমান, সুজন কন্যা: নুসরাত জাহান দীপ্তি সরকারি কলেজ রোড (মুনজিতপুর, সাতক্ষীরা) নিজ বাড়িতে স্থায়ীভাবে বসবাস ১৯৭৭ খ্রি. থেকে।

বাংলাদেশ কৃষি ব্যাংকের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন তিনি। ব্যাংকে চাকরি পাওয়ার পর থেকে নিয়মিত লেখালেখি করেন। বর্তমানে লেখক উদীচী শিল্পীগোষ্ঠী, সাতক্ষীরা জেলা সংসদের সভাপতি। ‘দুর্বার’, ‘ঘুমিয়ে গেছে শ্রান্ত হয়ে’, ‘রোমন্থন’, ‘প্রতিভা’ (একক সম্পাদনা) ‘লড়াই’, ‘সুবাষিত সুভাস’, ‘অনন্য আনিস’, ‘দীপ্ত আলাউদ্দীন’ (যৌথ সম্পাদনা) অনিয়মিত সাময়িকীর পাশাপাশি দৈনিক সাতক্ষীরার সকালের নিয়মিত সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *