কালিগঞ্জে র্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জে মানববন্ধন, র্যালী, ঘোষনাপত্র পাঠ ও আলোচনা সভার মধ্যদিয়ে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়েছে।
“সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি” এই শ্লোগানে পিএফজি গ্রুপ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে বুধবার (২ অক্টোবর-২৪) সকাল ১০ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে পিএফজি গ্রুপের এ্যাম্বাসেডর ও উপজেলা বিএনপির সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সুজন এর সভাপতি ও পিএফজি গ্রুপের সাবেক এ্যাম্বাসেডর শেখ সাইফুল বারী সফু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন এর উপজেলা শাখার সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সুজনের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এ্যাম্বাসেডর এম হাফিজুর রহমান শিমুল, সজনের উপজেলা সেক্রেটারী পিএফজি গ্রুপের সমন্বয়কারী সুকুমার দাশ বাচ্ছু’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা লেডিস ক্লাবের সম্পাদিকা ঈলাদেবী মল্লিক, পিএফজির সদস্য এস এম আহম্মদ উল্ল্যাহ বাচ্ছু, মীর জাহাঙ্গীর হোসেন, বাবলা আহমেদ, লাইলি পারভীন, মিলন কুমার ঘোষ, আলী সোহরাব, শেখ পারভেজ ইসলাম, আলমগীর হোসেন, শেখ আব্দুল্লাহ, আমিরুল ইসলাম, জিএম পারভেজ প্রমুখ।
দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে সংঘাত নয়, ঐক্যের বাংলাদেশ গড়ি এই শ্লোগানে ২০১৭ সাল হতে বিভিন্ন কর্মসূচী পালিত হয়ে আসছে।
র্যালী ও আলোচনা সভায় অংশগ্রহণ করেণ পিএফজি গ্রুপের উপজেলা কমিটির সদস্যবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সাংবাদিকবৃন্দ, শিল্পী, কবি, দি হাঙ্গার প্রজেক্টের কর্মকর্তাবৃন্দ, সূধী ও শিক্ষার্থীরা।