অনলাইনআন্তর্জাতিক

তেল আবিবে বন্দুকধারীর গুলিতে নিহত ৬

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের রাজধানী তেল আবিবে বন্দুকধারীর গুলিতে ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার এ হামলার ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। তাঁরা দুজন হামলাকারীকে নিরস্ত্র করেছেন। একে সন্ত্রাসী হামলা হিসেবে ধারণা করা হচ্ছে।ইসরায়েলের চিকিৎসকেরা এর আগে জানিয়েছিলেন, তাঁরা ঘটনাস্থলে আহত অন্তত সাতজনকে চিকিৎসা দিয়েছেন।
ইসরায়েলের জাতীয় জরুরি সেবা কর্তৃপক্ষ জানিয়েছে, জাফ্ফায় একটি রেলস্টেশনের কাছে এ হামলার ঘটনা ঘটে।
ইসরায়েলের টেলিভিশন স্টেশনগুলোতে প্রচারিত ভিডিওতে দেখা গেছে, একজন ব্যক্তি কালো পোশাক পরিহিত এবং তিনি ইসরাইলের বাণিজ্যিক রাজধানীর একটি রাস্তায় দিয়ে হেঁটে যাচ্ছেন। এসময় তিনি অ্যাসল্ট রাইফেলের দিকে ইঙ্গিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে এবং তারপর রাস্তায় এবং একটি গাড়িতে থাকা মানুষকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন তিনি।
ম্যাগেন ডেভিড অ্যাডোম অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, বন্দুকধারীর হামলায় কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। অ্যাম্বুলেন্সের মুখপাত্র জাকি হেলার বলেন, ওই দুর্বৃত্তও নিহতে হয়েছেন। তবে, কে বা কারা তাকে গুলি করেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, গত সপ্তাহে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর বিয়ারশেবাতে ছুরিকাঘাত ও গাড়িচাপায় ৪ জন নিহত হন। পরে একজন পথচারীর গুলিতে তিনিও নিহত হন।
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, গত রোববার দক্ষিণ ইসরায়েলে একটি ইসরায়েল-আরব শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার সময় তেল আবিব থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) উত্তরে হাদেরায় এক আততায়ীর গুলিতে ২ পুলিশ কর্মকর্তা নিহত হন। পরে, অন্য পুলিশ কর্মকর্তাদের গুলিতে ওই আততায়ীও নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *