একসঙ্গে ১৮০ ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান, দ্বিতীয় দফা হামলার আশঙ্কা দেখছে না ইসরায়েল
আন্তর্জাতিক ডেস্ক: হামাস প্রধান ইসমাইল হানিয়েকে হত্যা ও লেবাননে নজিরবীহিন বিমান হামলায় শীর্ষ সামরিক জেনারেলকে হত্যার জবাবেইসরায়েলে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেলআবিব, হাইফা ও জেরুসালেমের মতো প্রধান শহরগুলোতে এই হামলা হয়েছে বলে জানা
ইসরায়েলকে লক্ষ্য করে সসর্বমোট ১৮০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।ইসরায়েলের সামরিক বাহিনীর বরাত দিয়ে সিএনএন এই তথ্য জানিয়েছে। তাদের প্রাথমিক হিসাব অনুযায়ী, ইরানের হামলায় কেউ হতাহত হয়নি।ধারণা করা হচ্ছে,বেসামরিক জনগণ নয় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ছিল ইরানের ছোড়া মিসাইলের লক্ষ্যবস্তু।
ইরানের পক্ষ থেকে হুমকি আসলেও দ্রুতই নতুন করে আর হামলার আশঙ্কা নেই বলে মনে করছে ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি বলেন, ধারণা করা হচ্ছে আপাতত ইরানের পক্ষ থেকে নতুন করে হামলার আশঙ্কা নেই।
দেশবাসীর উদ্দেশে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আপনারা নিরাপদ আশ্রয় ছেড়ে যেতে পারেন। তবে আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
এদিকে ইসরায়েলের জরুরি সেবা বিভাগের তথ্য অনুসারে, মঙ্গলবার তেল আবিবে বন্দুক হামলায় আটজন নিহত ও আরও আটজন আহত হয়েছেন।দুইজন হামলাকারীকে সন্ত্রাসী উল্লেখ করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে ইসরায়েলি চিকিৎসকরা জানিয়েছিলেন, তারা ঘটনাস্থলে অন্তত সাতজন আহত ব্যক্তিকে চিকিৎসা দিয়েছেন।