তালার জাতপুর বাজারে বাংলাদেশ জামায়াত ইসলামীর অফিস উদ্বোধন
এম এ মান্নান, তালা: বাংলাদেশ জামায়েত ইসলামীর তালা সদর ইউনিয়নের জাতপুর – আলাদিপুর বাজার অফিস উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় জাতপুর বাজারে প্রধান অতিথি হিসেবে অফিস উদ্বোধন করেন বাংলাদেশ জামায়েত ইসলামীর কেন্দ্রীয় সূরা সদস্য ও সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডাঃ মাহমুদুল হক।
জাতপুর বাজার অফিসের সাধারণ সম্পাদক মাওঃ মহাসিন হোসাইন এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ক্বারী মোস্তাফিজুর রহমান,তালা সদর ইউনিয়নের আমির মোঃ মজিবুর রহমান, উপজেলা অফিস ও তারবিয়াত সম্পাদক মাস্টার মাহবুবুর রহমান, উপজেলা যুব জামাত দায়িত্বশীল মোঃ মোস্তাফিজুর রহমান রিন্টু,হাফেজ আজিজুর রহমান, মাওঃ আব্দুল হালিম,মাওঃ আব্দুর রহিম,আবু সাঈদ, ক্বারী আফছার উদ্দীন ও ৫ নম্বর ওয়ার্ড শিবির সভাপতি আল আমিন হোসেন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন বাজার অফিসের সভাপতি মোঃ কবিরুল ইসলাম। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উক্ত উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতি মাওঃ মোজাম্মেল হক।