রাজনৈতিক পট পরিবর্তন: শ্যামনগরে প্রশাসনের উচ্ছেদকৃত স্থানে আবারও স্থাপনা নির্মাণ
সুলতান শাহাজান, শ্যামনগর: শ্যামনগরের নওয়াবেঁকী বাজারের স্লুইচ গেট সংলগ্ন স্থানে ২০২৩ সালের ৩ ডিসেম্বর উচ্ছেদ অভিযান চালিয়ে নির্মিত অবৈধ স্থাপনা অপসারণ করে প্রশাসন। এ খবর পুরোনো। নতুন খবর হলো ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনকে পুঁজি করে আবারও একই স্থানে স্থাপনা নির্মাণ করছে সংশ্লিষ্টরা।
সরেজমিনে দেখা যায়, ঐতিহ্যবাহী এ বাজারে নৌ পথে আসা মুদি মালামাল ওঠানোর পথে পাকা স্থাপনা নির্মাণ করছেন আমিরুল ইসলাম নামের এক ব্যক্তি।
এদিকে, সরকারি পেরিফেরিভুক্ত জায়গায় এমন অনিয়ম আর আইন বিরুদ্ধ কর্মকাণ্ড প্রকাশ্যে চললেও ‘পা’ ফেলা দূরত্বে অবস্থিত ইউনিয়ন ভূমি অফিসের কর্তাব্যক্তিদের নজরে তা কোনভাবে আসছেই না।
অভিযোগ রয়েছে, আমিরুল ইসলামের ব্যাবসায়িক পার্টনার মনিরুজ্জামান মনি নওয়াবেঁকী বাজার কমিটির সাধারণ সম্পাদক পদের প্রভাব খাটিয়ে এ কাজ চালাচ্ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় ব্যবসায়ী জানান, আমাদের বেশিরভাগ মালামাল আসে খুলনা থেকে নৌকাযোগে। উঠানোর পথ এমনিতেই সংকুচিত হয়ে গেছে, সেই পথে আবার ঘর করছে। এবার তো আরো বেশি সমস্যা হবে, প্রশাসনের সুদৃষ্টি কমনা করছি।
এ বিষয়ে স্থাপনা নির্মাণকারী আমিরুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য জানা সম্ভব হয়নি।
নওয়াবেঁকী বাজার কমিটির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি জানান, ওর কাগজ পত্র আছে। তাই কাজ করছে। ওটা আমি করতেছি।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার ডা. সনজিত দাস বলেন, বিষয়টি আমার জানা নেই।