অনলাইনসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

স্টাফ রিপোর্টার: ‘মর্যাদাপূর্ন বার্ধক্য: বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’ প্রতিপাদ্যে সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (০১ অক্টোবর) সকালে জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় ও প্রবীণ হিতৈষী সংঘ সাতক্ষীরার যৌথ আয়োজনে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য দেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সরোয়ার হোসেন, তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আনছারুজ্জামান, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ রোকনুজ্জামান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক সঞ্জিত কুমার দাশ, আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল কুমাল বিশ্বাস, প্রবীণ
হিতৈষী সংঘের সহ সভাপতি অধ্যাপক মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক মুহাম্মদ আশরাফ উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী সিদ্দিকী, এন জেড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনজুর হোসেন, নব দিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক মুহাম্মদ বজলুর রহমান প্রমুখ।

সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, প্রকৃতির নিয়মে সকলকে একসময় প্রবীন হতে হবে। উন্নত দেশে সবার আগে প্রবীন ও শিশুদেরকে প্রায়োরিটি দেয়। আমাদের দেশকে সামনের দিকে নিয়ে যেতে হলে অবশ্যই প্রবীনদের গুরুত্ব দিতে হবে। তবে আমাদেরকেও মনে রাখতে হবে টক ফলের গাছ লাগিয়ে মিষ্টি ফলের আশা করা অসম্ভব। আমাদের সন্তানদেরকে যদি আমরা নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং তাদেরকেও একদিন বার্ধক্যে উপনীত হতে হবে এটা বোঝাতে সক্ষম হই তাহলে আমাদের মর্যাদা আমরা নিজেরাই রক্ষা করতে পারব”।

সমগ্র অনুষ্ঠান সঞ্চলনা করেন সমাজসেবার প্রবেশন অফিসার সুমনা শারমীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *