অপরাধশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে পল্লী চিকিৎসককে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

সুলতান শাহাজান, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগরে পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক আব্দুল আজিজ (৫৮) কে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে।

নিহতের মেয়ে মোছাঃ আজমুন নাহার বাদী হয়ে তার দুই চাচা আব্দুল হাকিম, আব্দুর রশিদসহ চাচাত ভাই আব্দুল বারিক, আব্দুল আলিম ও আব্দুর রউফকে আসামি করে সোমবার মামলাটি দায়ের করেছেন।

মামলার বাদী আজমুন নাহার জানান, তাদের পৈত্রিক ভিটায় সম্প্রতি পাঁচটি দোকান ঘর নির্মিত হয়। তবে বড় চাচা আব্দুল হাকিম পূর্বপ্রতিশ্রুতি মত তার পিতার অংশের দু’টি দোকানের দখল দিতে অস্বীকার করে। একপর্যায়ে শনিবার নিজের ভাগের দোকানে ঝুলানো তালা খুলতে গেলে দুই চাচাসহ তিন চাচাত ভাই তার পিতাকে বেপরোয়া মারধর করে। এসময় ঘটনাস্থলে অচেতন হয়ে পড়ার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করা হয়।

আজমুন নাহারের অভিযোগ, তার পিতার টাকায় দোকানগুলো নির্মিত হলেও বড় চাচা আব্দুল হাকিম সবগুলো দোকান দখলের ষড়যন্ত্র করছিল। দোকানের মালিকানা দাবি করায় ইতোপূর্বে একাধিকবার তার পিতাকে হত্যারও হুমকি দেয়া হয়েছিল বলে তার দাবি।

স্থানীয় গাবুরা ইউপি চেয়ারম্যান মাসুদুল আলম বলেন, ইতোপূর্বে আরও একটি হত্যা মামলায় সম্প্রতি সাজা ভোগ করে কারাগার থেকে বাইরে এসেছেন আব্দুল হাকিম।

মাসুদুল আলম আরোও জানান, শুরুতে স্বাভাবিক মৃত্যুর প্রচারনা চালিয়ে হাকিম থানায় যেয়ে ইউডি মামলা দায়েরের চেষ্টা করেছিল। পরবর্তীতে নিহতের মেয়েসহ অন্য স্বজনরা থানায় গেলে কৌশলে আব্দুল হাকিম সেখান থেকে পালিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে বার বার চেষ্টা করা হলেও আব্দুল হাকিমের মোবাইল বন্ধ পাওয়া যায়।

শ্যামনগর ওসি (তদন্ত) ফকির তাইজুর রহমান বলেন, মৃতদেহ উদ্ধারের পর সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। নিহতের মেয়ের লিখিত এজাহার মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *