জাতীয়রাজনীতি

আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান `সিআরআইয়ের ব্যাংক হিসাব জব্দ

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) এবং সিআরআইয়ের অঙ্গপ্রতিষ্ঠান ইয়াং বাংলার ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

সোমবার (৩০ সেপ্টেম্বর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। একই দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিকের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেওয়া হয়।

বিএফআইইউর চিঠিতে বলা হয়, তাদের লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে।

পাঠানো চিঠিতে সিআরআই ও ইয়াং বাংলা প্রজেক্টের জাতীয় পরিচয়পত্র নম্বরে ট্রাস্টিদের নাম রয়েছে। ট্রাস্টি হিসেবে সজিব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ, রাদওয়ান মুজিব সিদ্দিক, আজমিনা সিদ্দিক ও নসরুল হামিদের নাম উল্লেখ করা হয়েছে। ঠিকানা দেওয়া হয়েছে- সুধা সদন, বাড়ি ৫৪, রোড-৫, ধানমন্ডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *