আশাশুনির খাজরায় মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম পুষ্টি কমিটি গঠন সভা
স্টাফ রিপোর্টার: আশাশুনি উপজেলা খাজরায় ইউনিয়নে ইউনিয়ন মাল্টি স্টেকহোল্ডার প্লাটফর্ম পুষ্টি কমিটি গঠন কল্পে সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় খাজরা ইউনিয়ন অস্থায়ী পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ইম্পুভড নিউট্রিশন (গেইন) এর আয়োজনে খাজরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএসিপি গেইম প্রকল্পের কনসালর্টেড নিহার কুমার পরমানিক, উপজেলা কৃষি অফিসের এসএপিপিও বিল্লাল হোসেন, এলজিডির সাব এসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আবু ইউসুফ, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মোঃ আফাজ উদ্দিন, খাজরা ইউনিয়নের সচিব মনজুরুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা থানা আবু জাফর, প্রতাপনগর ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা দ্যুতি কৃষ্ণ সরকার ,মহিলা ইউপি সদস্য রওশানা আক্তার কিয়া, তহমেনা খাতুন প্রমুখ।
সভায় পুষ্টি কমিটির বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।