কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের সম্মেলন
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষি ব্যাংকের খুলনা বিভাগীয় মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেছেন, সাতক্ষীরা উর্বর এলাকা এখানে মাছ চাষ, ফল ও ফসল উৎপাদনে অন্য জেলার থেকে এগিয়ে। এটি একটি সম্ভাবনাময় জেলা। যদিও প্রাকৃতিক দুর্যোগের কারণে এ জনপদে ক্ষয়ক্ষতি হয়। আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি করতে চাই।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে সাতক্ষীরা মোজাফ্ফার গার্ডেন এন্ড রিসোর্ট অডিটোরিয়ামে সাতক্ষীরা মুখ্য অঞ্চল আয়োজিত শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ঋণ বিতরণ, ঋণ আদায়, আমানত সংগ্রহ ও রেমিট্যান্স সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব আরোপ করে লক্ষ্যমাত্রা শতভাগ অর্জন নিশ্চিত করার মাধ্যমে প্রতিটি শাখাকে লাভজনক শাখায় উন্নীতকরণের উপর জোর দিতে হবে। আমরা ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা বাণিজ্য সমৃদ্ধি করতে চাই। এসব ঋণ দেওয়ার পাশাপাশি শতভাগ আদায় করে আমাদের লক্ষ্যমাত্রা অর্জন করতে হবে।
মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম বলেন, গরু পালন, কম্পোস্ট সার তৈরি, ভোক্তা ও গম উৎপাদন সহ বিভিন্ন খাতে ঋণ দেওয়ার পরামর্শ দিতে হবে। খুলনা বিভাগের মধ্য সাতক্ষীরা জেলা সম্ভাবনাময় জেলা। বাংলাদেশের মধ্যে খুলনা বিভাগ যেন ভালো অবস্থানে যেতে পারে সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
সাতক্ষীরা মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক এস.এম.এ কাইয়ুমের সভাপতিত্বে ও ধুলিহর বাজার শাখার উদ্ধতন কর্মকর্তা কাজী মাসুদুল হকের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, খুলনা বিভাগের নিরীক্ষা কর্মকর্তা মোঃ আবু হাশেম মিয়া, খুলনা বিভাগের উপমহাব্যবস্থাপক শাহনেওয়াজ মোহাম্মদ মোস্তফা ফায়সাল, সাতক্ষীরা আঞ্চলিক নিরীক্ষা কর্মকর্তা মোঃ জিহাদুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে সাতক্ষীরার ১৭টি শাখার শাখা ব্যবস্থাপক ও প্রায় ৭০ জন মাঠ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সম্মেলনে ব্যাংকের সেবার মান, মূলধন ও গ্রাহক বৃদ্ধির জন্য নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।