অপরাধকালিগঞ্জসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরায় আন্ত:জেলা ডাকাত সর্দারসহ চিহ্নিত চোর আটক; ৩ টি চোরাই মোটর সাইকেল উদ্ধার

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরায় তিনটি চোরাই মোটর সাইকেল সহ আন্ত: জেলা চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

রোববার দিনগত গভীর রাতে সাতক্ষীরা শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, কালিগঞ্জ উপজেলার শংকরপুর গ্রামের মৃত. জব্বার তরফদারের পুত্র আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলী, কালিকাপুর গ্রামের দলিল উদ্দিন মোড়লের পুত্র শাহিন আলম এবং একই এলাকার জব্বার শেখের পুত্র মহিববুল্যাহ বাবু।

সোমবার বিকাল ৩টায় অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমিনুর রহমান জানান, সাতক্ষীরা ডিবি পুলিশের ইনচার্জ তারেক ফয়সাল ইবনে আজিজের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে শহরের বাইপাস মোড় থেকে আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীকে গ্রেফতার করে।

পরে তার দেওয়া তথ্যমতে বাকী দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে তিনটি নাম্বার বিহীন চোরাই মোটরসাইকেল উদ্ধার করে ডিবি পুলিশের সদস্যরা।

এছাড়া গ্রেফতার আন্ত:জেলা ডাকাতদলের সর্দার ইয়ার আলীর বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, চুরি ও দস্যুতাসহ ১৭টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *