অনলাইনআন্তর্জাতিকতালাধর্ম

ভারতে হযরত মুহাম্মদ (সাঃ) নিয়ে কটুক্তি করার প্রতিবাদে তালায় বিক্ষোভ মিছিল

এম এ মান্নান, তালা: মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তি ও অপমান করেন ভারতীয় পুরোহিত রামগিরি মহারাজ এবং সেই বক্তব্যকে বিজেপির নেতা নিতেশ নারায়ন সমর্থন দেওয়ায় সাতক্ষীরার তালায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

তালা উপজেলার সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে রবিবার(২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় শত শত নবী প্রেমিক তালা পুরাতন ফুটবল মাঠ হতে মিছিল বের করে। মিছিলটি তালা প্রধান সড়ক সহ উপশহর প্রদক্ষিণ করে কবি সিকান্দার আবু জাফর সড়কের বাস স্ট্যান্ড সংলগ্ন তিনরাস্তা মোড়ে জমায়েত হয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন শাহ জালাল আহমেদ রূমি, সোহাগ হাসান, হাসিবুল ইসলাম, মামুন হাওলাদার, শরিফুল ইসলাম, মোঃ: রিপন হোসেন , ফাহিম হোসেন ফুল,ফারুক হোসেন,মুফতি আব্দুস সামাদ প্রমূখ।

সমাবেশে ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেনের সঞ্চলনায় বক্তব্য রাখেন তালা কাসেমুল উলুম মাদ্রাসার শিক্ষক মুফতি আব্দুস সালাম,ফারুক হোসেন প্রমূখ ।

এ সময় বক্তব্যে বক্তারা বলেন,আমরা আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ (সাঃ)কে নিয়ে কটুক্তি ও অপমান সহ্য করবো না।শরীরের একবিন্দু রক্ত থাকতে মুসলিম হিসাবে এটা মেনে নিতে পারি না।মানবতার শ্রেষ্ঠ মহামানব মোহাম্মদ (সাঃ)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতাবাদী আদর্শকে অপমান করা হয়েছে। প্রকৃত মুমিনরা কখনও উগ্রবাদকে ছাড় দেয় না। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে শাস্তি দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *