শ্যামনগর থেকে ৫৪ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী
সুলতান শাহাজান/ ইসমাইল হোসেন, শ্যামনগর: সাতক্ষীরার শ্যামনগর থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৫৪ রাউন্ড তরতাজা গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী।
শনিবার (২৮ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামের হরিতলা মন্দিরের সন্নিকটের একটি ময়লার স্তুপ থেকে ডিজিএফআই’র তথ্যের ভিত্তিতে এসব গুলি উদ্ধার করা হয়।
জানা যায়, ডিজিএফআই’র শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন হরিতলায় ময়লার স্তুপে কিছু গোলাবারুদ পড়ে আছে। এরপর কালিগঞ্জ আর্মি ক্যাম্প থেকে মেজর মোঃ মুজফিকের নেতৃত্বে যৌথবাহিনীর একটি টিম সেখানে অভিযান চালায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৫০ রাউন্ড শর্ট গানের গুলি ও ৪ রাউন্ড ৭.৬২ গুলিসহ মোট ৫৪ রাউন্ড গুলি।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকৃত ৫৪ রাউন্ড তাজা গুলি শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়।