কালিগঞ্জ প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে কার্য নির্বাহী কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু’র সভাপতিত্বে ও সেক্রেটারী সুকুমার দাশ বাচ্ছুর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শেখ আনোয়ার হোসেন, সহ সভাপতি বাবলা আহমেদ, কোষাধ্যক্ষ কাজী মুজাহিদুল ইসলাম তরুন, দপ্তর সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এস এম আহম্মদ উল্লাহ বাচ্ছু, নির্বাহী সদস্য শেখ মোদাচ্ছের হোসেন জান্টু, এসএম গোলাম ফারুক।
গুরুত্বপূর্ণ এ সভায় বিগত সভার রেজুলেশন পাঠ, দ্বিতল ভবনের কার্যক্রম পর্যালোচনা, আদালতে চলমান মামলার বর্তমান পরিস্থিতি, সদস্যদের মাসিক চাঁদা ও চলতি সনের পত্রিকার পরিচয়পত্র প্রদানসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।