অনলাইনশ্যামনগরসাতক্ষীরা জেলা

শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবা‌দিকতা বিষয়ক কর্মশালা

স্টাফ রিপোর্টার: শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও উপকূল সাংবাদিকতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার সুন্দরবন প্রেসক্লাবে মা‌ল্টি‌মি‌ডিয়া নিউজ পোর্টাল দ্য এডিটরস এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালা সঞ্চালনা ক‌রেন গণমাধ্যম ব্য‌ক্তিত্ব তান‌জির ক‌চি।

কর্মশালার বিভিন্ন পর্ব পরিচালনা করেন এখন টিভির আহসান রাজিব, দ্য এডিটরস এর শাহিন বিল্লাহ, মানজ‌মি‌ন ও পত্রদূ‌তের এসএম বিপ্লব, এ‌শিয়ান টি‌ভির ই‌লিয়াস হো‌সেন, আমাদের সময়ের বিলাল হোসেন, বাংলা ট্রিবিউনের আসাদুজ্জামান সরদার, দ্য এডিটরস এর সুলতান শাহাজান, সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ঢাকা পো‌স্টের ইব্রা‌হিম খ‌লিল, ঢাকা টাইমস এর হোসেন আলী, স্বদেশ প্রতিদিনের হাবিবুর রহমান সোহাগ, সংবাদ প্রকা‌শের রিজাউল ক‌রিম, বার্তা২৪ এর মৃত্যুঞ্জয় রায়, পিপল টাইম‌সের ওসমান গ‌নি, ভয়েস অফ টাইগার এর মিলন রুদ্র, দ্য এডিটরস এর জুবায়ের মাহমুদ, মেহেদী হাসান শিমুল, মেহেদী হাসান প্রমুখ।

কর্মশালায় জলবায়ু পরিবর্তন জনিত প্রভাব ও উপকূলীয় সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়।

কর্মশালা শেষে অংশগ্রহণকারীরা সুন্দরবনের কলাগাছিয়া ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *