ভারত থেকে অবৈধভাবে আসার সময় কাকডাঙ্গা সীমান্তে বাংলাদেশী আটক
স্টাফ রিপোর্টার: ভারত থেকে অবৈধভাবে আসার সময় সীমান্তে একজন বাংলাদেশী নাগরিককে আটক করেছে বিজিবি।
শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে তাকে সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাকডাঙ্গা এলাকা থেকে আটক করা হয়।
আটক হওয়া যুবকের নাম মোঃ মাছুম বিল্লাহ (৩৫)। সে যশোর জেলার কেশবপুর উপজেলার সাবদীয়া এলাকার জবেদ আলীর ছেলে।
শনিবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এত তথ্য জানায় বিজিবি অধিনায়ক লে কর্নেল আশরাফুল হক।
তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ কাকডাঙ্গা বিওপির একটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস ৮ আর বি এর নিকট দিয়ে অবৈধভাবে বাংলাদেশে আসার সময় মাছুম বিল্লাহকে আটক করা হয়। অবৈধভাবে সীমান্ত পারাপারের দায়ে তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।