দূর্গাপূজা উপলক্ষে পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
স্টাফ রিপোর্টার: পাটকেলঘাটায় হিন্দু সম্প্রদায়ের সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামী পাটকেলঘাটা শাখার নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় পাটকেলঘাটা জামায়াত অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও নির্বাচন বিষয়ক সচিব তালা কলারোয়া নির্বাচনী এলাকার এমপি প্রার্থী অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সংখ্যালঘু বলতে কিছু নেই, এদেশে আমরা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলেই মিলে একসাথে বসবাস করি, প্রত্যেকেই তার নাগরিক সুবিধা লাভ করবে। অধিকাংশ জনগণের মতামতের ভিত্তিতে যে সরকার প্রতিষ্ঠিত হবে তারা যদি ন্যায়বান হয় তাহলে তাদের দ্বারা দুর্বলরা আর নির্যাতিত হবে না।
উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলীর সঞ্চালনায় আরো রাখেন, উপজেলা জামায়াতের সূরা সদস্য মাওলানা রেজাউল করিম,শ্রমিক কল্যাণ ফেডারেশন তালা উপজেলা সেক্রেটারি অধ্যক্ষ আব্দুল হালিম, সরুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির বিশিষ্ট সমাজসেবক শাহ আলম।
মতবিনিময় সভায় হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে বক্তব্য রাখেন, মিহির মাষ্টার, পুলক পাল,গোবিন্দ সাধু,পলাশ ঘোষ। তারা তাদের মতামত তুলে ধরে বলেন, আমরা কোন রাজনৈতিক দলের নেতাকর্মী নই। অধিকাংশ এখানে আমরা সবাই ব্যবসায়ী। সুষ্ঠুভাবে ব্যবসা বাণিজ্য করতে চাই। আমরা ভালোভাবে থাকতে চাই। আমরা যেন আমদের ধর্ম কর্ম স্বাধীনভাবে করতে পারি সারাদিন কাজ শেষে রাতে শান্তিতে ঘুমাতে পারি। আমাদের জন্ম এ দেশেই, সামাজিক নিরাপত্তা ও মর্যাদা নিয়ে এদেশের নাগরিক হিসেবে বেঁচে থাকার অধিকার টুকু চাই।
তাদের বক্তব্য শুনে প্রধান অতিথি বলেন, মূলত নিরাপত্তা দেয়ার অধিকার সরকারের, আমরা আমাদের নৈতিক দায়িত্ববোধ থেকে সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে।