অনলাইনঅপরাধইতিহাস ঐতিহ্যসদরসাতক্ষীরা জেলা

সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক নারী সমাবেশ

স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা জেলা তথ্য অফিসের উদ্যোগে ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদে সচেতনতামূলক নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ হলরুমে এ নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২ মোঃ আব্দুল হাকিমের সভাপতিত্বে এ নারী সমাবেশ বাস্তবায়িত হয়।

জেলা তথ্য অফিসের মোঃ মনিরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথির বক্তব্য প্রদান করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ আমিনুর রহমান, ইউপি সদস্য নুরুন নাহার বেগম প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদের মেম্বর শেখ মোস্তাফিজুর রহমান, মোঃ লুৎফর শেখ ও মোছা: আফরোজা খাতুন।

উক্ত নারী সমাবেশ ও মতবিনিময় সভায় শোষণমুক্ত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠন, সরকারি সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, মানবপ্রচার প্রতিরোধ, গুজব প্রতিরোধ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সদ্ব্যহার নিশ্চিতকরণ, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ, স্বাস্থ্য ও সামাজিক সুরক্ষা ইত্যাদি বিষয়ে বক্তাগণ বক্তব্য প্রদান করেন।

সমাবেশে ব্রহ্মরাজপুর ইউনিয়নের শতাধিক নারী উপস্থিত ছিলেন।

সমাবেশে জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম জানান, তথ্য অফিস কর্তৃক বাস্তবায়িত এ ধরণের সচেতনতামূলক অনুষ্ঠান প্রান্তিক পর্যায়ের পিছিয়ে পড়া মানুষকে সচেতন হতে উদ্বুদ্ধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *