খেয়া পারের ডাক
-মোছাঃ নাছিমা খাতুন
আকাশতলে কদম মাঝি
মনের সুখে গায়,
এপার ওপার দুই ধারে তার
নৌকা ভেসে যায়।
যাত্রী আসে যাত্রী যে যায়
কেউ না ফেরে আর,
ক’জন এলো ক’জন গেল
খোঁজ রাখে কে তার?
কদম মাঝি নায়ের মাঝি
একলা বসে গায়,
খেয়াপারের ডাক এসেছে
দলে দলে আয়।
Post Views: 110