জাহাঙ্গীর, দিলীপ- মর্জিনা পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচিত
খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছার লস্কর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার সকালে ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচনের আয়োজন করা হয়। অনুষ্ঠিত নির্বাচনে সর্বসম্মতিক্রমে ইউপি সদস্য জাহাঙ্গীর আলম সানা ১নং, দিলীপ কুমার মন্ডল ২নং এবং মর্জিনা বেগম ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন।
এনিয়ে বর্তমান পরিষদের মেয়াদে দ্বিতীয়বার প্যানেল চেয়ারম্যান গঠন করা হলো। এর আগে ২০২২ সালের ২৮ আগস্ট প্রথম প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়। যা বিধিসম্মত না হওয়ায় ২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সরকারি বিধি অনুসরণ করেই সর্বসম্মতিক্রমে পুনরায় প্যানেল চেয়ারম্যান গঠন করা হয়।
প্যানেল চেয়ারম্যান গঠনের লক্ষ্যে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন ইউপি সচিব ফারুক হোসেন সরদার, ইউপি সদস্য অরুনা বেগম, অঞ্জলী রাণী ঢালী, এসএম মোফাজ্জেল হোসেন, টি এম হাসানুজ্জামান, জিএম তাজউদ্দীন, শরিফুল ইসলাম লিটন, রফিকুল ইসলাম, পরমানন্দ সানা ও অরবিন্দু কুমার মন্ডল।