অনলাইনঅপরাধআইন আদালতআন্তর্জাতিকআশাশুনিজাতীয়সাতক্ষীরা জেলা

অবৈধভাবে ভারতে যাওয়ার আগে আশাশুনির তিন ব্যক্তি বিজিবির হাতে আটক

স্টাফ রিপোর্টার: অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় বিজিবি কর্তৃক ০৩ বাংলাদেশী আটক হয়েছে।

সোমবার দিনগত রাত দেড়টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধিনস্থ বৈকারী বিওপির একটি বিশেষ আভিযানিক দল কালিয়ানী মন্ডলপাড়া নামক স্থান হতে তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন, আশাশুনি উপজেলার কামালকাটি গ্রামের উদয় কান্তি বাছাড়ের ছেলে উৎসব নারায়ন বাছাড়(২৭), অরবিন্দু বাছাড়ের ছেলে শুভ বাছাড় (২৪) ও গণেশ চন্দ্র মন্ডলের ছেলে উত্তম মন্ডল (২০)।

বিজিবি জানায়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত বাংলাদেশী নাগরিকগণ ভারতের চাকুরী উদ্দেশ্যে ভারতীয় পাচারকারী উত্তর ২৪ পরগনার অন্তর্গত কলকাতার নিউ টাউন এলাকার বাসিন্দা শুধয় বসাক(৪৫)এর মাধ্যমে তারা ভারতে যাচ্ছিলেন।

বিজিবি আরো জানায়, উক্ত তিন জনকে সীমান্ত পিলার ৭/৬৩-এস এর নিকট দিয়ে ভারতে অবৈধভাবে গমনকালে টহলদল তাদের আটক করে। এ সময়ে তাদের ব্যাগ তল্লাশী করে ০১ টি ল্যাপটপ,০৪ টি মোবাইল ফোন পাওয়া যায়। আটককৃত ল্যাপটপ ও মোবাইল এর আনুমানিক মূল্য ৮০,০০০/- টাকা।

বিজিবি সুত্রে জানা যায়, উত্তর ২৪ পরগনার অন্তর্গত কেএলসি থানার পাচুরিয়া গ্রামে উৎসব নারায়ন বাছাড়ের শ্বশুর বাড়ী। বর্তমানে তার স্ত্রী ভারতে অবস্থান করছে।

বিজিবি আরো জানায়, আটককৃত ৩ জনকে অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে মালামালসহ সাত্ক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *