শ্যামনগরে বসতবাড়ি থেকে ৪৫টি কাল কেউটে সাপ উদ্ধার
স্টাফ রিপোর্টার: জেলার শ্যামনগর উপজেলার একটি বসতবাড়ি থেকে ৪৫ টি কাল কেউটে সাপ উদ্ধার করা হয়েছে।
রবিবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সুন্দরবন উপকূল সংলগ্ন ঈশ্বরীপুর ইউনিয়নের খ্যাগড়াঘাট এলাকার মহিউদ্দীনের বসতবাড়ী থেকে সাপগুলো উদ্ধার করা হয়।
বাড়ির মালিক মহিউদ্দীনের বরাত দিয়ে জান্নাতুল নাঈম জানান, চাচার বাড়ির সামনে প্রাচীরটি বেশ পুরাতন হওয়া তা ভেঙে নতৃুন করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য রবিবার সকালে প্রাচীর ভাঙার কাজ শুরু করলে শ্রমিকরা প্রথমে একটি সাপের বাচ্ছা দেখতে পায়। পরে সেখানে সাপের অনেকগুলো ডিম দেখতে পেয়ে তারা সাপুড়ে ডেকে আনেন। সাপুরে একে একে দুটি বড় সাপ সহ মোট ৪৫ টি সাপ উদ্ধার করতে সক্ষম হন। নাঈম আরো জানান, সাপগুলো স্থানীয় বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম শোকর আলী জানান, আমাকে ইউনিয়ন ইউপি সদস্য জানিয়েছে, সাপ দেখতে বিভিন্ন যায়গা থেকে শত শত মানুষ ভিড় করেন। স্থানীয় বন বিভাগের কাছে দেয়ার কাথা বলেছি।