কম্বল বিতরণের মধ্য দিয়ে ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদের উদ্বোধন
মেহেদী হাসান শিমুল : সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ও ধুলিহর এলাকায় আত্মমানবতার কল্যাণে কাজ করার প্রত্যয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ব্রহ্মরাজপুর–ধুলিহর সমাজ কল্যাণ পরিষদ। সংগঠনের উদ্বোধন উপলক্ষে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) বিকেলে ব্রহ্মরাজপুর বাজারের শামছুদ্দিন স্মৃতি মার্কেটে হেফজখানার কোমলমতি ছাত্রদের নিয়ে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সমাজ কল্যাণ পরিষদের আহ্বায়ক, সাতক্ষীরা সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক শেখ আব্দুল ওয়াদুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহমান ট্রেডার্স সাতক্ষীরার ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি.) আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর আবুবক্কর সিদ্দিক ইসলামিয়া কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুস সালাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়াবিদ শামীম সানা, আবু দাউদ, মোকলেছুর রহমান, মাওলানা মহিব্বুল্লাহ, আব্দুল হাকিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, সমাজে পিছিয়ে পড়া অসহায়, দুস্থ, হতদরিদ্র ও অসুস্থ মানুষের সেবা ও সহযোগিতা করাই এই সংগঠনের মূল লক্ষ্য। জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার নিয়েই সমাজ কল্যাণ পরিষদের যাত্রা। মানুষের সেবার মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনই সংগঠনের প্রধান উদ্দেশ্য। বক্তারা আরও জানান, এই প্রতিষ্ঠান সম্পূর্ণ অরাজনৈতিক।
অনুষ্ঠানে ৬০ জন কোরআনের হাফেজিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্রদের হাতে শীতবস্ত্র (কম্বল) তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও সংগঠনের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্রহ্মরাজপুর বাজার মসজিদের ইমাম মুফতি মোজাম্মেল হক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাওলানা মনিরুল ইসলাম ফারুকী।

