সাতক্ষীরায় বিপুল পরিমান ইয়াবা, মাদক বিক্রির টাকাসহ মাদক ব্যবসায়ী আটক
নাজমুল আলম মুন্না: সাতক্ষীরায় বিপুল পরিমান মাদক এবং মাদক বিক্রির টাকাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী ইয়াসিন আরাফাতকে তার দুই সহযোগীসহ আটক করেছে যৌথবাহিনি সাতক্ষীরা।
১৪ জানুয়ারী বুধবার আনুমানিক ভোর সাড়ে চারটায় আটক করে সেনাবাহিনী । ইয়াসিন আরাফাত সাতক্ষীরা জেলার অন্যতম মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মাদক চোরাচালানের অভিযোগ রয়েছে।
গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত অপারেশনে সেনাবাহিনী কতৃক ৪২০ পিস ইয়াবা, ইয়াবা বিক্রির অবৈধ ৪ লাখ ১৫ হাজার ২৩০ নগদ টাকা, ৬টি দেশীয় অস্ত্র, ১৫টি লাঠি, ১ টি মোটরসাইকেল ও তার দুই সহযোগীসহ তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিদের জব্দকৃত লাঠি দেশীয় অস্ত্র দ্বারা সাতক্ষীরা জেলার বিভিন্ন ধরনের নাশকতার পরিকল্পনা করছিল।প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের সাতক্ষীরা থানায় হস্তান্তর করা হয়েছে।
এই অভিযানের মাধ্যমে মাদক দমনে সেনাবাহিনির দৃঢ় অবস্থান পুনরায় প্রতিফলিত হয়েছে। সেনাবাহিনী সাতক্ষীরা জেলায় আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

