নলতায় ৪০০ অসহায় মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায় শীতার্ত অসহায় ও দরিদ্র মানুষের মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় উপজেলার নলতা হক মার্কেট এলাকায় এ কম্বল বিতরণ করা হয়।
বিশিষ্ট ব্যবসায়ী, শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জাহিদুল হক (নলতা শরীফ)-এর উদ্যোগে স্থানীয় এলাকার ৪০০ জন অসহায় মানুষের মাঝে নতুন ও মানসম্মত কম্বল বিতরণ করা হয়।
এসময় আলোচনা সভায় নলতা আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী মাহফুজুল হকের পুত্র ব্যবসায়ী মো: জাহিদুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নলতা আহসানিয়া মিশনের কোষাধ্যক্ষ ও অবসরপ্রাপ্ত শিক্ষক মো: ইউনুস আলী, কালিগঞ্জ প্রেসক্লাব সভাপতি সাইফুল বারী সফু ও এটিএন নিউজ এবং ডেইলি অবজারভার এর সাতক্ষীরা প্রতিনিধি এম জিললুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি জাহিদুল হক বলেন, বিগত দুই দশক ধরে আমার বাবা এলাকার দরিদ্র মানুষের জন্য এভাবে সামাজিক কাজ করে আসছে। তার দেখা থেকে আমিও এলাকার মানুষের জন্য প্রতিটি ঈদে এবং শীতে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছি। আমি আশা করি আমাদের পরবর্তী প্রজন্মও এই ধারা বজায় রেখে এলাকার মানুষের সুখে দুখে পাশে থাকবে। তিনি সকলের কাছে এ প্রত্যাশার কথা ব্যক্ত করে দোয়া প্রার্থণা করেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, আলহাজ্ব জাহিদুল হকের পিতা যেমন সারাজীবন মানুষের উপকার করেছেন ঠিক তেমনি তার ছেলেও শুরু করেছেন মানুষের পাশে। পিতার দেখানো পথ ধরে আলহাজ্ব জাহিদুল হক শুধু কম্বল বিতরণ নয়, স্থানীয় মানুষের মাঝে সুপেয় পানি বিনামূল্যে সরবরাহ করেন।
বক্তারা আরো বলেন- শীতের তীব্রতা বৃদ্ধির এই সময়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।
সাংবাদিক গাজী হাবিব, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি মীর জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক প্রভাষক মামুন বিল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংবাদিক ফজলুল হক, শিমুল হোসেন, হাফিজুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এমন উদ্যোগ শীতার্ত মানুষের জন্য অত্যন্ত সহায়ক ও অনুকরণীয়। অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিরাও এলাকাবাসীর পাশে থাকার আহবান জানান ব্যবসায়ী এই পরিবারকে।
সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

