সাতক্ষীরা পৌর বিএনপির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ড পৌর বিএনপির উদ্যোগে দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) বিকাল ৪ টায় কুখরালী বলফিল্ড মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি আশরাফ হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা সদর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আব্দুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শেখ তারিকুল হাসান, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাবেক যুবদলের সাধারণ সম্পাদক নাসিম ফারুক খান মিঠু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক শের আলী, সাবেক পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন রাজু এবং সাতক্ষীরা জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি।
এছাড়াও জেলা ও পৌর বিএনপি এবং ওয়ার্ড এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল পরিচালনা করেন জেলা ওলামা দলের আহ্বায়ক আনিসুর রহমান আজাদী।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নাসির ও আকরামসহ অন্যান্য নেতৃবৃন্দ। দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনার পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

