কালিগঞ্জসাতক্ষীরা জেলা

জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার বনভোজন ও সুন্দরবন ভ্রমণ

তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: জাতীয় সাংবাদিক সংস্থা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আনন্দঘন পরিবেশে বার্ষিক বনভোজন ও বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বার (০৩ জানুয়ারি) দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ ভ্রমণ কর্মসূচি সম্পন্ন হয়। বিকাল ৫টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে দিনের কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।সকালে কালিগঞ্জ প্রেসক্লাবের সামনে থেকে মোটরসাইকেল শোভাযাত্রাসহ ভ্রমণদল সুন্দরবনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বনভোজন ও সুন্দরবন ভ্রমণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাজিব।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. আলমগীর গনি এবং জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার উপদেষ্টা ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নীতি নির্ধারক পরিষদের সদস্য সচিব মো. মনজুর হোসেন, প্রচার ও প্রকাশনা সচিব মো. জাফরুল্লাহ, অর্থ সচিব মোহাম্মদ সানবির হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সচিব মোহাম্মদ মহসিন উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপদেষ্টা এ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম, জাতীয় সাংবাদিক সংস্থা কালিগঞ্জ শাখার সাধারণ সম্পাদক শেখ নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ আতিকুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

ভ্রমণদলটি শ্যামনগরের নীলডুমুর বুড়িগোয়ালিনী পৌঁছে ট্রলারযোগে কলাগাছিয়া ফরেস্ট স্টেশন পরিদর্শন করে। সেখানে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ, ঘোরাঘুরি ও সম্মিলিত খাওয়া-দাওয়ার মধ্য দিয়ে বনভোজনটি এক প্রাণবন্ত মিলন মেলায় পরিণত হয়।ট্রলারে সংগীত পরিবেশন করেন সংগীত শিল্পী আব্দুল আজিজ, রফিকুল ইসলাম রফিক, জাহাঙ্গীর আলমসহ অন্যান্য শিল্পীরা। এ সময় সদস্যদের ফটোসেশন, ভিডিও ধারণ, গল্প ও কৌতুকপূর্ণ আড্ডায় পুরো আয়োজনটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *