রাজনীতিশ্যামনগর

শ্যামনগরে পিতাপুত্র সহ ৪ জনের মনোনয়ন বাতিল

জি এম আব্দুল কাদের, শ্যামনগর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন (শ্যামনগর) থেকে ৭ জনের মধ্যে ৪ জনের মনোনয়ন বাতিল ও ৩ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

শনিবার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ. এম. গোলাম রেজা এবং তার ছেলে জাতীয় পার্টির( রুহুল আমিন হাওলাদার গ্রুপে) প্রার্থী হুসাইন মুহাম্মদ মায়াজ যাচাই-বাছাইয়ে প্রয়োজনীয় নথিতে অসংগতি পাওয়ায় বাতিল করা হয়েছে।গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ. এম. গোলাম রেজার মনোনয়নপত্র ঋণ খেলাপির কারণে বাতিল ঘোষণা করা হয়।

অন্যদিকে তার ছেলে জাতীয় পার্টির প্রার্থী হোসেইন মুহাম্মদ মায়াজের মনোনয়নপত্র বাতিল করা হয় দলীয় অনুমোদন সংক্রান্ত জটিলতার কারণে। নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত জাতীয় পার্টির মহাসচিবের স্বাক্ষরযুক্ত মনোনয়নপত্র না থাকায় তার দলীয় মনোনয়ন অবৈধ হিসেবে বিবেচিত হয়।

বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল ওয়াহেদ এর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তার হলফনামায় ১ শতাংশ ভোটার তথ্য সঠিক না থাকায় বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী ( জি,এম, গোলাম কাদের গ্রুপের) আব্দুর রশীদের আবাসিক ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ।

এ দিকে যাদের মনোনয়ন পত্র বৈধ হয়েছে-সাবেক জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম( জামায়াত), ড.মনিরুজ্জামান মনির (বিএনপি) ও এস, এম, মোস্তফা আল মামুন মনির( ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *