কালিগঞ্জে বাগে জান্নাত নূরানী ও হিফজ মাদরাসার ফল প্রকাশ
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুরে অবস্থিত ঐতিহ্যবাহী বাগে জান্নাত নূরানী ইসলামিয়া একাডেমি ও হিফজ মাদরাসার বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে ৫৭ জন শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল হামিদ কারিকর, আব্দুর রউফ মোড়ল, গোলাম মোড়ল, মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা রবিউল ইসলাম, মাওলানা মহাসিন আলী, মাওলানা হাবিবুর রহমান, কারী আলিমুল হোসেন ও শিক্ষক আবু মুসা।
এছাড়াও উপস্থিত ছিলেন মাদরাসা পরিচালনা কমিটির সেক্রেটারি মো. রুহুল আমিন, সহ-সভাপতি হামিদুল ইসলাম, ক্যাশিয়ার জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ মোবারক আলী কারিকর, দপ্তর সম্পাদক তৌহিদুল ইসলাম, প্রচার সম্পাদক রবিউল ইসলামসহ অন্যান্য সদস্যবৃন্দ।অনুষ্ঠানে শিক্ষকদের তত্ত্বাবধানে বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। পরে কৃতিত্বপূর্ণ ফল অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

