কালিগঞ্জের চাঁচাই খ্রিস্টান মিশনে পাঁচ দিনব্যাপী বড়দিন উৎসব উদযাপন
তাপস কুমার ঘোষ, কালিগঞ্জ: কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই খ্রিস্টান মিশনের উদ্যোগে যীশু খ্রিষ্টের শুভ জন্মদিন উপলক্ষে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী বড়দিন উদযাপন অনুষ্ঠান। প্রতিবছরের ন্যায় এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হচ্ছে।
ভয় পেয়ো না, আমি তোমাদের কাছে এক মহা আনন্দের সুসংবাদ নিয়ে এসেছি। আজ দাউদের নগরীতে তোমাদের ত্রাণকর্তা জন্মগ্রহণ করেছেন, যিনি খ্রিষ্ট প্রভু”এই বার্তাকে সামনে রেখে বড়দিন উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়েছে।
উদযাপন কর্মসূচির অংশ হিসেবে ২৪ ডিসেম্বর রাত ১২টায় পবিত্র খ্রিস্টযোগ অনুষ্ঠিত হয়।যেখানে পৌরহিত্য করেন রেভা ফাদার জাম্বিত নিত্তি, এস.এক্স। ২৫ ডিসেম্বর সকাল ৮টায় পবিত্র খ্রিস্টযোগ পরিচালনা করেন রেভা ফাদার লুইস পাচ্ছি, এস.এক্স।
এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিকতায় ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমির পরিবেশনায় বাউল সংগীত। ২৭ ডিসেম্বর রাত ৭টা ৩০ মিনিটে ভোমরা দীপা নাট্য সংস্থার পরিবেশনায় সামাজিক নাটক “মাটির বাসরে প্রেমের সমাধি। ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৭টায় কলারোয়া শিল্পকলা একাডেমির বাউল সংগীত এবং ২৯ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মহিষাডাঙ্গা তরুণ নাট্য সংস্থার পরিবেশনায় সামাজিক নাটক “গরিব কেন মরে” মঞ্চস্থ হবে।
চাঁচাই খ্রিস্টান মিশন শুভ বড়দিন উদযাপন কমিটির সভাপতি তারক মন্ডল ও সাধারণ সম্পাদক তপন মন্ডল সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো উপভোগ করতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন।

